অদ্ভুত বিবর্ণতা

সবুজ (জুলাই ২০১২)

মাহবুব খান
  • ৪৫
  • ৯১
শুকনো মাথিতে ফাসের লাশের মতো
ঝুলে আছে খেজুরের ডগা।
তালের পাতায় দোলেনা আর
বাবুই পাখির বাসা।
সারি সারি নারিকেল বন কোথাও নেই
যেন বজ্রাহত মাথা কাঠঠোকরার বাসা।
প্রিয় সাদা ভাঁটফুল দুপুর রোদে
আর চমকে দেয়না।

লবন পানির মাঠ, মাইল মাইল ঘের
ভয়াল অক্টোপাস, ঘিরেছে স্বদেশ।
নদী শুকনো, কাঁদে বিবর্ণচর
শুশুক বালিকা ভাসবে না আর।
উঠোনের কোনে অদৃশ্য বরইয়ের গাছ
প্রতিক্ষা করেনা পথপাশে গুবাকের সার।

সন্ধ্যা হলে বাদুরকন্যা দোলেনা
পেয়ারার ডালে।
খুঁজেনা খাবার উড়ে উড়ে
কলার মোচায়।
অদ্ভুত এক ঝিমধরা বিবর্ণতা
গ্রাসকরে চোখের পাতায়।

বিষম দুঃখে ফেরারি এখন
আমার স্বদেশ ভুমি।
অসীম ব্যথায়
তীব্র সায়ানাইড বুকেপুরে ঘুমায় নদী।
আজো খুঁজি
দিঘির কোনায় সেই ডুমুরের গাছ
মনষা পুজোর লালঘট
শীতলাতলার বুড়োবট
ডালে যার নিশিথীনি লালচোখ বাদুরের জট।

হায় কতকাল-
অতৃপ্তআত্মা আমার
ডাহুকের মতো খুঁজে যাবে
ফসলের ভারে নুয়েপড়া
সবুজ ঘাসের প্রিয় মাঠ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # বিরাট ভাবনার অনেক সুন্দর কবিতা ।।
নৈশতরী আজো খুঁজি দিঘির কোনায় সেই ডুমুরের গাছ'' অসাধারণ !! সুভকামনা কবিকে,,
Meshkat অসীম ব্যথায়/ তীব্র সায়ানাইড বুকেপুরে ঘুমায় নদী। দারুন...।
Meshkat একি কথা! যারা এক সংখ্যার বিজয়ী তাদের তো ভোটিং বন্ধ থাকার কথা। না! না! এইসব মোটেও ঠিক না। এইভাবে করে প্রতি সংখ্যায় সেরা ২৫ দখল করাটা কি ঠিক? ভেবেছিলাম ভোট দেব না। কিন্তু কবিতাটা পরার পর নিজের অজান্তেই মাউসের ক্লিক পরে গেল অসাধারন ৫ এ......the best poetry of the month. !!!!
ওসমান সজীব অসাধারণ কবিতা
স্বাধীন বিষম দুঃখে ফেরারি এখন আমার স্বদেশ ভুমি।------------ চরম লিখেছেন। অনেক ভাল লাগল
হাবিব রহমান হায় কতকাল- অতৃপ্তআত্মা আমার ডাহুকের মতো খুঁজে যাবে ফসলের ভারে নুয়েপড়া সবুজ ঘাসের প্রিয় মাঠ।..........চমৎকার আকাঙ্খা। সুপাঠ্য কবিতা একখান। কবিকে শুভকামনা।
মিলন বনিক অনেক অনেক ভালো লাগলো...কি অপরূপ রূপে আমাদের সেই অতীতকে/গ্রামকে তুলে এনেছেন...শুভ কামনা দাদা...
প্রিয়ম দারুন লিখেছেন ভাই , অনেক ধন্যবাদ |
আহমাদ মুকুল ‘‘.....সায়ানাইড বুকে পুরে ঘুমায় নদী’’... বাহ কি কষ্টকর সুন্দর কথা! কবিতার পুরোটা জুড়ে মুগ্ধতা।

০৮ সেপ্টেম্বর - ২০১১ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪